![743995 [640x480]](https://globalvoicesonline.org/wp-content/uploads/2011/07/743995-640x480.jpg)
Les affrontements entre policiers et manifestants ont eu lieu durant la grève de six heures organisée par le Comité national de protection du pétrole, du gaz, des ressources minérales, de l'électricité et des ports contre contre un récent Contrat de partage de production (PSC) signé entre le Gouvernement du Bangladesh et le géant de l'énergie américain ConocoPhillips. Photo Suvra Kanti Das. Copyright Demotix. 3 juillet 2011
Voici un compte-rendu de Nasrin Siraj, un témoin oculaire:Anu Muhammad, professeur d'Économie à l'université de Jahangirnagar et secrétaire du Comité national de protection du pétrole, du gaz, des ressources minérales, de l'électricité et des ports a été arrêté à Paltan aujourd'hui (3 juillet) à 6:53 du matin. Alors qu'il se dirigeait vers le bureau du parti communiste du Bangladesh afin d'y rejoindre d'autres militants du Comité national afin de persuader de faire grève, pas moins de 40 policiers anti-émeutes sont arrivés, se sont emparé de lui et l'ont emmené dans un fourgon cellulaire. Il est resté silencieux durant son arrestation. [..]Aujourd'hui, la police a, de très bonne heure, commencé à arrêter des militants du Comité national. D'abord, a été arrêté à Paltan, à 5:45, le leader de l'Union des étudiants de l'Université de Jahangirnagar. Tous les bureaux centraux des partis politiques de gauche à Topkhana Road et à Paltan ont été encerclés par la police de bonne heure. Presque tous les leaders centraux du Comité national sont en garde à vue à présent.Information de dernière minute: Nasrin Siraj a, depuis, été arrêté.
ব্লগের টোকাইরা দলে দলে হাজির হইছিল বিকালে। তাগোরে কেউ পয়সা দেয় নাই। আপ্যায়নও করে নাই। নিজে নিজেই আইছে। সমাবেশ করছে, সংহতি জানাইছে। একজন ব্লগারের সাথে থাকে ১০০ ভার্চুয়াল ব্লগার। কারো কারো সাথে থাকে আরো বেশি। কেউ কারও চেয়ে আগাইয়া বা পিছাইয়া নাই..সমান্তরাল।
আপনারা জানেন বাংলা ব্লগের খ্যাতিমান ব্লগার দিনমজুর নামে মূলত তিনজন তরুন প্রকৌশলী লিখে থাকেন যাদের মধ্যে অন্যতম অনুপম সৈকত শান্ত। তেল-গ্যাস নিয়ে তার বিশ্লেষণধর্মী লেখা আমাদের অনেক চরম সত্যের মুখোমুখি করেছে। একটু আগে প্রখ্যাত এই ব্লগার কনোকো ফিলিপসের সাথে অন্যায্য চুক্তির প্রতিবাদ করতে গিয়ে গ্রেফতার হলেন। এখন তিনি শাহবাগ থানায় আছেন।
![744187 [640x480]](https://globalvoicesonline.org/wp-content/uploads/2011/07/744187-640x480.jpg)
Un manifestant dans un fourgon cellulaire. Photo de Suvra Kanti Das. Copyright Demotix. 3 Juillet 2011
বাংলা ব্লগোস্ফিয়ারের ইতিহাসে প্রথম কোনো ব্লগার গ্রেফতার হলেন। শান্তর গ্রেফতারের তীব্র প্রতিবাদ জানাই। একজন শান্তকে গ্রেফতার করে আন্দোলন স্তিমিত করা যাবে না – বাংলা ব্লগোস্ফিয়ার এখন অনেক সমৃদ্ধ এবং প্রায় সবাই সোচ্চার এই দমন-পীড়ন আর দেশ বিক্রির চুক্তির বিরুদ্ধে।
Le blogueur Jobaen Sondhi écrit :
কনোকোফিলিপস চুক্তি বিরোধী আন্দোলনে দেশের অনলাইন কমিউনিটির যুক্ত হওয়া চলমান আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছে তাতে কোন সন্দেহ নেই। অনেকে অপবাদ দিয়ে বলেন ব্লগাররা মনিটরের সামনে বসে অলস সময় কাটায়। কিন্তু তাদের বক্তব্যকে মিথ্যা প্রমাণ করে ব্লগাররা দেখিয়ে দিল প্রয়োজনে তারা রাজপথেও যুদ্ধ করতে সক্ষম। এই আন্দোলন সমগ্র অনলাইন বিশ্বে ছড়িয়ে পড়বে এবং অনলাইনের সংগ্রামে সকলে অংশ নিবেন এটাও প্রত্যাশা করছি।
বর্তমান শাসক ও বিরোধী উভয় দলই সাম্রাজ্যবাদ ও তাদের বিদেশী প্রভুদের পা লেহনে সিদ্ধহস্ত এটা প্রমাণ হলো এবার। ব্লগারদের উচিত এইসব ‘দেশপ্রেমিক’ নেতাদের স্বরূপ উন্মোচনের পাশাপাশি জনগণকে সঠিক পথে অগ্রসর হওয়ার পথ নির্দেশ ও প্রেরণা দেয়া
আজকের হরতাল আওয়ামি-বিএনপি'র ক্ষমতালিপ্সু রাজনীতিবিদদের প্রতি হুশিয়ারী।
আধাজ্বর নিয়ে সকাল থেকে আমিও পল্টনে ছিলাম আজকের আধাবেলা হরতালে। [..] হরতাল যখন শেষ হলো দেখলাম পুরো দেশের যন্ত্রণা আমার মাথায় চলে এসেছে। চোখে ঝাপসা দেখছি, কিন্তু এই ঝাপসা চোখেও দেখছি আশার আলো। মানুষ জেগেছে। দেশপ্রেমিক জেগেছে। জাতির বিবেক জেগে উঠছে। জেগে উঠছে সময়ের সাহসী সন্তানেরা!J'avais de la fièvre mais étais sur le terrain à Paltan lors de cette grève d'une demi journée. Lorsque la grève s'est achevée, je me suis senti écrasé par la douleur de la nation toute entière. Ma vision était floue mais elle m'a donné à voir de l'espoir. Le peuple s'est levé. Les patriotes se sont levés. La conscience de la nation s'est réveillée. La jeunesse pleine de courage va de l'avant.